Bangla News Line Logo
bangla fonts
২৯ শ্রাবণ ১৪২৭, শুক্রবার ১৪ আগস্ট ২০২০, ৫:৩৯ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

শিশুর মস্তক ছিন্ন : নিহত যুবকের পরিচয় মিলেছে


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:


শিশুর মস্তক ছিন্ন : নিহত যুবকের পরিচয় মিলেছে

নেত্রকোণায় গলা কেটে এক  শিশুর মস্তক ছিন্ন করে নিয়ে যাওয়ার সময় যে যুবক গণপিটুনিতে নিহত  হয়েছেন তার পরিচয় মিলেছে।

নিহত যুবক হচ্ছেন- নেত্রকোণা পৌর শহরের কাটলি এলাকার একলাছ উদ্দিনের ছেলে রবিন (২২)। পেশায় তিনি  রিক্সাচালক ছিলেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এই ঘটনা হয়।
সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও পদ্মাসেতুতে  মানুষের মাথার প্রয়োজন এমন গুজবের মধ্যেই শিশুর  মস্তক ছিন্ন করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। তবে পুলিশ বলছে, এই ঘটনার সাথে পদ্মাসেতুতে  মানুষের মাথার প্রয়োজন এমন গুজবের কোন সম্পর্ক নেই।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, শিশুটির পরিচয় নিশ্চিত করেছেন। শিশুটি হচ্ছে- নেত্রকোণা সদর উপজেলার আমতলা গ্রামের রিক্সাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)। রইছ উদ্দিন বর্তমানে শহরের কাটলি এলাকায় হিরণ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে  শহরের কাটলি এলাকা থেকে ওই যুবক শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে  যুবকের পিছু  ধাওয়া  করে । এক পর্যায়ে শহরের নিউটাউন এলঅকার অনন্ত পুকুর পাড়ে  যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর ছিন্ন মস্তক ও যুবকের লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে  পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, শিশুটিকে কোথায় হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। কতজন এই হত্যায় জড়িত তাও জানা যায়নি। নিহত যুবকের পরিচয় উদ্ধারসহ কেন এই হত্যাকান্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এখনও শিশুটির দেহ উদ্ধার করা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।  এই হত্যাকান্ডের সাথে পদ্মাসেত তে মাথার প্রয়োজন এমন গুজবের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: