Bangla News Line Logo
bangla fonts
২৯ শ্রাবণ ১৪২৭, শুক্রবার ১৪ আগস্ট ২০২০, ৫:১০ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

নেত্রকোণায় ব্যাংকার,পুলিশসহ ৩৪ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:10:22:10 AM06/06/2020


নেত্রকোণায় ব্যাংকার,পুলিশসহ ৩৪ জনের করোনা শনাক্ত

নেত্রকোণায় গত ২৪ ঘন্টায় ৩১৫ জনের নমুনা পরীক্ষায় পুলিশ,ব্যাংকারসহ আরও ৩৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুর্গাপুরে থানা পুলিশের ২ জন, কৃষি ব্যাংকের ১জন, কেন্দুয়ায় উপজেলা রিসোর্স সেন্টারের ২জন রয়েছেন।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে দুর্গাপুরে ৬ জন, কেন্দুয়ায় ১১জন, পূর্বধলায় ৭জন, বারহাট্রায় ৫জন, আটপাড়ায় ২ জন ও সদর উপজেলায় ৩ জন রয়েছেন।এছাড়াও পুনরায় নমুনা পরীক্ষায় ৪ জনের পজেটিভ এসেছে।

এ নিয়ে জেলায় এ নাগাদ মোট ২৮৯জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, ১০৩ জন সুস্থ হন এবং ৩ জন মারা গেছেন ।

সিভিল সার্জন আরো জানান, এ নাগাদ ৪ হাজার ২৬৩টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে আর পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ২টি । ল্যাবে পরীক্ষার জন্যে ২৬১টি নমুনা জমা আছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: