Bangla News Line Logo
bangla fonts
২৯ শ্রাবণ ১৪২৭, শুক্রবার ১৪ আগস্ট ২০২০, ৬:৩০ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

নেত্রকোণায় ব্যাংকার,পুলিশ,জনপ্রতিনিধি,স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:11:02:02 AM05/22/2020


নেত্রকোণায় ব্যাংকার,পুলিশ,জনপ্রতিনিধি,স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত

নেত্রকোণায় নতুন করে ৭৬টি নমুনা পরীক্ষায় ব্যাংকার, পুলিশ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ ৯ জন করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়ায়তে আটজন আক্রান্ত হন। এর আগে কেন্দুয়ায় ইউএনও, ওসিসহ থানার ৮জন পুলিশ সদস্য, ইউএনও , সহকারি কমিশনারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নার্স, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। এতে করে উপজেলাটি ক্রমেই করোনা আক্রান্তে হটস্পট হয়ে উঠছে।

 কোবিড-১৯ প্রতিরোধে জেলায় চিকিৎসকদের নিয়ে গঠিত কমিটির তত্বাবধায়ক ডা: আহসান কবীর রিয়াদ জানান, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পিসিআর ল্যাবে পাঠানো নমুনার নতুন রিপোর্টে শনাক্তদের মধ্যে জেলা পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান, কেন্দুয়া কৃষি ব্যাংকের তিনজন, কেন্দুয়া থানার একজন পুলিশ, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার কেন্দুয়ায় ৮জন ও পূর্বধলায় একজন আক্রান্তে শনাক্ত হয়েছেন। এদের মদ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ জন আর সুস্থ হয়েছেন ৪৭ জন ।
তিনি আরো জানান, এ পর্যন্ত পরীক্ষাগারে ২ হাজার ৭৭৩টি নমুনা পাঠানো হয়েছে। এর বিপরীতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সর্বশেষ মোট ২ হাজার ৬২৭টির রিপোর্ট পাওয়া গেছে।

কেন্দুয়ায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। 

স্থানীয় অনেকেই জানান, জেলায় লকডাউন চলছে। অথচ কেন্দুয়ার বাজারগুলোর মদ্যে বিশেষ করে হাটবারের বাজারগুলোতে হাজারো মানুষের ভীড় হচ্ছে। এতে সামাজিক দুরত্ব, মাস্কপড়াসহ স্বাস্থ্যবিধির কিছুই মানা হচ্ছেনা্ এতে করে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ  বেড়েই চলেছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: