Bangla News Line Logo
bangla fonts
২৫ শ্রাবণ ১৪২৭, রবিবার ০৯ আগস্ট ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

নেত্রকোণায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:2:59:57 PM05/26/2020


নেত্রকোণায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ
  1. নেত্রকোণায় খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ২ জন নিঁখোজ হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার হারাকান্দিতে এই নৌকাডুবির ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ দুই জন হচ্ছেন- মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়েনের মহব্বত নগর গ্রামের সুশীল দাস (৫২) ও একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বাংলানিউজলাইন ডটকমকে জানান, সকালে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে ৭জন মোহনগঞ্জের গাগলাজুর থেকে লেপসিয়া আসছিলেন। পথে হারাবকান্দি পৌছলে নৌকাটি নদীর পানির তোড়ে ডুবে যায়। এ সময় ৫জন সাতড়ে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ চেষ্টা করছে। ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরীদের খবর দেয়া হয়েছে। ডুবুরীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানান ওসি।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: