Bangla News Line Logo
bangla fonts
২৯ শ্রাবণ ১৪২৭, শুক্রবার ১৪ আগস্ট ২০২০, ৫:০২ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

নেত্রকোণায় ধানবোঝাই ট্রাক্টর উল্টে চাপা পড়ে দুই শিশু নিহত


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:3:06:34 PM04/24/2020


নেত্রকোণায় ধানবোঝাই ট্রাক্টর উল্টে চাপা পড়ে দুই শিশু নিহত

নেত্রকোণার মদনে ধানবোঝাই ট্রাক্টর উল্টে ট্রাক্টরে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে।
নিহত শিশৃুরা হচ্ছে, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের লায়ন চৌধুরীর ছেলে রুমান (৮) ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে রুমান ( ৮)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওসহিলা গ্রামে এই নিহতের ঘটনা হয়।
মদন থানার ওসি রমিজুল হক জানান, উপজেলার তলার হাওর থেকে ধান বোঝাই করে একটি ট্রাক্টর মদন সদরের দিকে আসছিল। পথে দেওসহিলা গ্রামের রাস্থায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাড়ির সামনে থাকা রাস্থার পাশে খেলারত অবস্থায় শিশু দুইটি উল্টে যাওয়া ট্রাক্টরের ধানের বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাদের দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ওসি আরো জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

 

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: