Bangla News Line Logo
bangla fonts
২৯ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০, ২:৪৫ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

খোঁজ মিলছে না নেত্রকোণার মানসিক প্রতিবন্ধী সুমাইয়ার


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:3:07:17 PM02/20/2019


খোঁজ মিলছে না নেত্রকোণার মানসিক প্রতিবন্ধী সুমাইয়ার

নেত্রকোণার সদর উপজেলার মৌজেবালী গ্রামের ১২ বছরের শিশু  মানসিক প্রতিবন্ধী সুমাইয়া আক্তারের খোঁজ মিলছে না। তার বাবা হচ্ছেন, মো : রাহিম মিয়া।

রাহিম মিয়া জানান, গত ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা দিকে বাড়ির পাশে খেলা করছিল সুমাইয়া। পরে সকাল ৯টা নাগাদ ঘরে ফিরে না আসায় তার খোঁজ করা হয়। আত্মীয়-স্বজনসহ এলাকায় অনেক খোঁজ করেও সুমাইয়ার সন্ধান মিলেনি।

তিনি জানান, সুমাইয়ার গায়ের রং শ্যমলা,মুখমন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট।  মাঝারি স্বাস্থ্যে সুমাইয়ার মাথার চুল কালো ও লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল প্রিন্টের সেলোয়ার কামিজ।সে নেত্রকোণার আঞ্চলিক ভাষায় কথা বলে।

সুমাইয়ার খোঁজ পেলে তার বাবা  রাহিম মিয়ার মোবাইল ফোন- ০১৭১৬৬৮১৮৬৫ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: