Bangla News Line Logo
bangla fonts
৩ অগ্রাহায়ণ ১৪২৬, রবিবার ১৭ নভেম্বর ২০১৯, ৯:৫৯ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মোহনগঞ্জে শিক্ষা বৃত্তি প্রদান নেত্রকোণায় হুমায়ূন আহমেদ’র জন্মদিনে নানা আয়োজন নেত্রকোণায় শুরু রাস উৎসব দুর্গাপুরে মুক্তি চেতনায় ৭১’র প্রথম বর্ষপূর্তিতে গুনীজন সংবর্ধনা কলমাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

সড়ক পরিবহন আইন নিয়ে নেত্রকোণা পুলিশের সচেতনতা কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:1:12:28 PM11/04/2019


সড়ক পরিবহন আইন নিয়ে নেত্রকোণা পুলিশের সচেতনতা কর্মসূচি

নেত্রকোণায় সড়ক পরিবহন আইন নিয়ে জেলা পুলিশ সচেতনতামুলক  কর্মসূচি চালাচ্ছে।

জেলাজুড়ে চালানো কর্মসূচির মধ্যে রয়েছে, মতবিনিময়সভা, লিফলেট  বিতরণ, রাস্থায় পরিবহনের চালকদের আইন অবহিত করণ।

সোমবার  দুপুরে শহরের পারলা বাসষ্ট্যান্ডে পরিবহন মালিকও  শ্রমিকদের নিয়ে মতবিনিময়সভা করে পুলিশ।

সভায় পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বক্তব্য রাখেন।

পরে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে নিয়ে রাস্থায় প্রচারণা চালান। এসময় তারা বিভিন্ন পরিবহনের চালকদের মাঝে নতুন আইনটির বিষয়ে লেখা লিফলেট বিতরণ করেন।

এ সময়  আকবর আলী মুনসী বলেন, জীবনের চেয়ে কোন কিছুই মূল্যবান আর কিছু নেই। নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে আইনটি নিজ নিজ জীবনের স্বার্থেই সবাইকে মেনে চলার আহবার জানান। অন্যথায় যেই আইন না মানবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: