Bangla News Line Logo
bangla fonts
২০ অগ্রাহায়ণ ১৪২৭, শুক্রবার ০৪ ডিসেম্বর ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
বাবা-মায়ের পাশে অন্তিম শয়ানে আবদুল হান্নান খান হান্নান খানের মৃত্যুতে নেত্রকোণায় শোক, কাল দাফনের প্রস্তুতি হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ চাই- শ্যামলেন্দু পাল গৃহহীনদের জমি দানের ঘোষণা সাংসদ রেবেকার

সৌদির সঙ্গে বিদায় নিলো সালাহর মিসরও


নিউজডেস্ক, বাংলানিউজলাইন ডটকম,


সৌদির সঙ্গে বিদায় নিলো সালাহর মিসরও

গ্রুপ পর্বের ম্যাচে আজ উরুগুয়ের বিপক্ষে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সৌদি আরব। এই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে। আজ সৌদি আরবের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান সময়ে তরুণ ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দল মিসরেরও। বুধবার পর্তুগালের কাছে হেরে প্রথম দল হিসাবে বিদায় নেয় মরক্কো।

গ্রুপ ‘এ’তে ছিল রাশিয়া, উরুগুয়ে, মিসর ও সৌদি আরব। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রাশিয়া ও উরুগুয়ে। তবে, কোন দল গ্রুপ চ্যাম্পিন, কোন দল গ্রুপ রানার আপ সেটি এখনও ঠিক হয়নি। আগামী ২৫ জুন রাশিয়া ও উরুগুয়ে মুখোমুখি হবে। ওই ম্যাচের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ নির্ধারণ হবে।

মিসর-সৌদি আরব বিদায় নিলেও তাদের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। সান্ত্বনার জয় খোঁজার ম্যাচে আগামী ২৫ জুন তারা মুখোমুখি হবে। সৌদি আরব রাশিয়ার কাছে ৫-০ গোলে ও উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে। আর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে ও রাশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে মিসর।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: