Bangla News Line Logo
bangla fonts
১৯ আষাঢ় ১৪২৭, শুক্রবার ০৩ জুলাই ২০২০, ১১:১৭ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
করোনা: নেত্রকোণায় উপজেলা ভুমি অফিস সহকারির মৃত্যু কেন্দুয়ায় প্রতিপক্ষের পিটুনিতে নারীর মৃত্যুর অভিযোগ নেত্রকোণায় বন্যার পানিতে দুই উপজেলার শতাধিক গ্রাম প্লবিত কবি পলাশ ভার্চুয়াল ভালবাসায় সিক্ত নেত্রকোণায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬৬ জন

সেই শিশুটিকে বলাৎকারের পর হত্যা -ময়নাতদন্ত রিপোর্ট


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:3:48:44 PM07/24/2019


সেই শিশুটিকে বলাৎকারের পর হত্যা -ময়নাতদন্ত রিপোর্ট

নেত্রকোণা শহরে এক শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়া এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, শিশু সজিবকে  বলাৎকার করার পর ওই যুবক শিশুটিকে হত্যা করেছে।

 বুধবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইয়া নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে গুজব প্রতিরোধে মতবিনিময় সভায় ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানান।
এ সময় তিনি তদন্তে পাওয়া তথ্য জানিয়ে  বলেন, ঘাতক যুবক রবিন  মাদকাসক্ত ছিল। সে শিশুটিকে বলাৎকার করার পর তথ্য গোপন করতে শিশুটিকে গলা কেটেসহ তিন টুকরো করার পর ছিন্ন মস্তকটি অন্যত্র গুম করতে চেষ্টা করছিল।

গত ১৮ জুলাই রবিন হাতে একটি ব্যাগ নিয়ে শহরের বারহাট্টা রোডের হরিজন পল্লীতে মদ খেতে যান। সেখানে এক ঘরে মদ না পেয়ে অন্যঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে রক্ত পড়তে দেখেন হরিজন পল্লীর লোকজন। তখন তাকে জিজ্ঞেস করলে তিনি সঠিক জবাব দিতে না পারায় ব্যাগ খুলে শিশুর মাথা দেখতে পান স্থানীয়রা।

এ সময় রবিন মাথাটিসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তার পিছু ধাওয়া করে এবং নিউটাউন এলাকায় অনন্ত পুকুর পাড়ে তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 রবিন নেত্রকোণা শহরের কাটলি এলাকা ও সজিব একই এলাকার রিক্সাচালক রইছ উদ্দিনের ছেলে ।
 পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান,  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।
সভায় রাজনীতিক, জনপ্রতিনিধ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, পেশাজীবীও  ধর্মীয় নেতারা অংশ নেন।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ