নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:11:00:22 PM05/21/2020
নেত্রকোণায় করোনা পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বারহাট্টা উপজেলা ও সদর উপজেলার সাত ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে এই সহায়তা দেয়ার সময় তাদেরকে ঈদ উপহারও দেন।
চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই সহ শাড়ি দেয়া হয় এসব পরিবারের সদস্যদের।
বৃহস্পতিবার সকালে বারহাট্টা অডিটরিয়ামে ও বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।