Bangla News Line Logo
bangla fonts
১৫ ফাল্গুন ১৪২৬, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
কলমাকান্দায় পাঁচগাও বাজারে জমিতে ভূয়া কবুলতের অভিযোগ করোনাভাইরাস : ভারতে প্রথম হানা বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় : কাদের পুরনো প্রেমে মজেছেন জাহ্নবী সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

রাশিয়ার বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্র নাখোশরাশিয়ার বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্র নাখোশ

নিউজডেস্ক, বাংলানিউজলাইন ডটকম:

rashia সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়া এই প্রথম নিজ ভূখণ্ডের বাইরে বিমান হামলা চালিয়েছে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ওপর। যুক্তরাষ্ট্র বলছে, আইএসের ওপর নয়, রাশিয়া হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীপক্ষের ওপর। বিতর্ক নিরসনে শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী বৈঠকে বসতে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে ২০ বার অভিযান চালানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া আইএসের লক্ষ্যবস্তুতে নয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ন্যাটো বলেছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয় নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে যোগাযোগের মাধ্যম প্রতিষ্ঠা করা প্রয়োজন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন,এ সম্পর্কে একটি বৈঠক যত দ্রুত সম্ভব, সম্ভবত স্থানীয় সময় বৃহস্পতিবার হবে। কেরি বলেন, ‘আইএসের ওপর হামলাটি একটি বিষয়। তবে উদ্বেগের বিষয় হলো তারা এ ধরনের কোনো হামলা চালাচ্ছে না।’ চার বছর ধরে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে লড়াই করছে সশস্ত্র বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো চায় আসাদ ক্ষমতা ত্যাগ করুক। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে রাশিয়া তাকে সমর্থন দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আইএসের যোগাযোগ ব্যবস্থা, অস্ত্র ভাণ্ডার, গোলাবারুদ ও জ্বালানি সরবরাহের ওপর হামলা চালিয়েছে। তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়নি। কিন্তু সিরিয়ায় মানবাধিকারকর্মীরা বলছেন, জাফারানেহ, রাস্তন ও তালবিসেহ শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন শিশুসহ ৩৬ জন নিহত হয়েছে। তবে এসব এলাকা আইএস নিয়ন্ত্রিত নয়। রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা বাশার আল-আসাদের অনুরোধে আইএস বিরোধী অভিযান চালাচ্ছে। এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় আইএসের বিরুদ্ধে বড় ধরনের জোট তৈরি করার তাগিদ দেন। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া অস্ত্র ও গোলাবারুদ দিয়ে আসাদ সরকারকে সাহায্য করছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: