নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:1:17:47 AM12/28/2020
![]() |
রাত পোহালেই নেত্রকোণায় প্রথম ধাপে মদন পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।
নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
সোমবার সকাল ৮টায় ৯টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হবে।
মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা মিলিয়ে ১২০জন ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন।ভোট গ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে ৯জন নির্বাহী হাকিম, একজন বিচারিক হাকিমের পাশাপাশি পুলিশ, র্যা ব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
মদনে ১২ হাজার ৮৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ হাজার ৩২৪ জন পুরুষ ও ৬ হাজার ৫১৭ জন নারী ভোটার রয়েছেন।
প্রতিদ্বন্ধি মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের নৌকা সাইফুল ইসলাম, বিএনপির এনামুল হক,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন,বিএনপির বিদ্রোহী প্রার্থী মাশফিকুর রহমান, লাঙ্গল প্রতীকের ক্ষুদিরাম দাস আর ওলামা ঐক্য পরিষদের মো. আবদুর রউফ ।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।