Bangla News Line Logo
bangla fonts
৩১ ভাদ্র ১৪২৬, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
প্রশাসন সেই নারীর দায়িত্ব নেয়ার পর চিকিৎসা শুরু পূর্বধলায় আলোর ফেরিওয়ালা বিদুৎসংযোগ:১২৬ বাড়ি আলোকিত নেত্রকোণায় বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ উৎসব নেত্রকোণায় দুর্গাপুজা উদযাপনে সভা গাড়ি উল্টে এসপিসহ আহত ৩, গানম্যান নিহত

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে অর্ধডজন মামলার আসামি নিহত


ময়মনসিংহ প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:9:41:53 AM09/08/2019


ময়মনসিংহে  কথিত বন্দুকযুদ্ধে অর্ধডজন মামলার আসামি নিহত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সজল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি ও ছিনতাইকারী বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীটির। তার বিরুদ্ধে ছয়টির মতো মামলাও আছে। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যও।

 

শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ কোতয়ালি থানাধীন মধ্যবারেরা (নিজাম নগর) জামালপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সজল ময়মনসিংহ কোতয়ালি মডেল থানাধীন কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন মসজিদ) এলাকার আরজু মিয়ার ছেলে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডিবির একটি দল রাতে কোতয়ালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায়। নিজামনগর মধ্য বারেরা জামালপুর বাইপাস এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবির দলটি ওই এলাকায় গেলে অস্ত্রধারী মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাদের গুলিতে দুই পুলিশ সদস্য এএসআই আনোয়ার হোসেন এবং কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়।

পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে সেখানে কারবারি সজল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর সজলের কাছ থেকে একটি চাকু, ১০০ গ্রাম হেরোইন ও ঘটনাস্থল থেকে আরও দুটি চাকু উদ্ধার করা হয়।

নিহত সজলের বিরুদ্ধে চারটি মাদকের মামলাসহ ছয়টির মতো মামলা আছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: