নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:8:11:39 PM01/01/2021
![]() |
“মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার”এই প্রতিপাদ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলন হয়।
৩১ ডিসেম্বর বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।
জেলাপ্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে সংবাদ সমম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল মাহমুদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকআলি হায়দার রাসেল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল।
সাংবাদিকদের সাথে নেত্রকোণা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নানা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা উঠে আসে।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে সকল বাহিনীকে অভিযানের সাথে সম্পৃক্ত করা, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ, আটককৃত মাদকের স্পষ্ট তথ্য প্রদান, অপরাধ সংঘটনের স্থানেই মোবাইল কোর্টের আওতায় দ্রুত বিচার, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা ও এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতার মাপকাঠি; দত্ত স্কুল মাঠ, বিএডিসি ফার্ম, শ্মশান ঘাট, কেডিসি ভবন চত্ত্বর, বড় স্টেশনসহ নেত্রকোণা শহরের বেশ কয়েকটি মাদকদ্রব্য সেবন স্পটে পুলিশি তৎপরতা বাড়ানো ও মনিটরিং জোরদার করতে হবে।
সংবাদ সম্মেলনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকআলি হায়দার রাসেল জানান, জেলা গত এব বছরে ৪৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৮৮জন আসামকে গ্রেপ্তার করা, ৭৯টি মামলা দায়ের,করা হয়েছে। মামলার ৫০ জন আসামী পলাতক রয়েছেন।এছাড়াও ৫০ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে চোলাইমদ, ওয়াশ, গাঁজা, ইয়াবা, হেরোইন,ডায়জিপাম, বিদেশীমদ জব্দ করা হয়েছে।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।