Bangla News Line Logo
bangla fonts
৩ অগ্রাহায়ণ ১৪২৬, রবিবার ১৭ নভেম্বর ২০১৯, ১০:১৬ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মোহনগঞ্জে শিক্ষা বৃত্তি প্রদান নেত্রকোণায় হুমায়ূন আহমেদ’র জন্মদিনে নানা আয়োজন নেত্রকোণায় শুরু রাস উৎসব দুর্গাপুরে মুক্তি চেতনায় ৭১’র প্রথম বর্ষপূর্তিতে গুনীজন সংবর্ধনা কলমাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

মদনে মুক্তিযোদ্ধাদের কটূক্তি: সাবেক মেয়র শফিককে গ্রেপ্তার দাবি


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:2:01:48 PM08/28/2019


মদনে মুক্তিযোদ্ধাদের কটূক্তি: সাবেক মেয়র শফিককে গ্রেপ্তার দাবি


নেত্রকোণার মদনে  মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে  মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় কটুক্তিকারি মদন  পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্থির দাবি করা হয় মানববন্ধন থেকে।

বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে  ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে  জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মদন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দপ্তর সম্পাদক আক্কাস আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষসহ মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মানববন্ধন চলাকালে  মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন,  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সোনালী ব্যাংক স্থাপনের বিরোধিতা করে দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক মুক্তিযোদ্ধাদের কটুক্তি করেছেন।  বক্তারা  দেওয়ান শফিককে চিহ্ণিত স্বাধীনতাবিরোধী  উল্লেখ করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: