নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:7:30:29 PM02/15/2021
![]() |
বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ আনন্দ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পর অনেক অবহেলা, বঞ্ছনা ভোগ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই আমাদের কথা ভেবে আসছেন। আমাদের আর্থিক দিক থেকে শুরু করে সমাজে রাষ্ট্রে মর্যাদা বাড়িয়েছেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা একলাছ আহমেদ কোরাইশী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।
অনুষ্ঠান দেখার সময় সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডারমো: আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আউয়োব আলী, সাবেক ডেপুটি কমান্ডার মো: সাজ্জাদুর রহমানসহ অন্য অরো অনেক বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।