Bangla News Line Logo
bangla fonts
৪ আশ্বিন ১৪২৬, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২:২৩ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার প্রশাসন সেই নারীর দায়িত্ব নেয়ার পর চিকিৎসা শুরু পূর্বধলায় আলোর ফেরিওয়ালা বিদুৎসংযোগ:১২৬ বাড়ি আলোকিত নেত্রকোণায় বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ উৎসব নেত্রকোণায় দুর্গাপুজা উদযাপনে সভা

বার্ষিক শিশুফোরাম নেতৃত্ব সমাবেশ ***বার্ষিক শিশুফোরাম নেতৃত্ব সমাবেশ ***

 

 

অপূর্ব সরকার, বয়স ১৫,সভাপতি, রাজধলা কেন্দ্রীয় শিশুফোরাম, পূর্বধলা, নেত্রকোণা।

 গাজীপুরে বার্ষিক শিশুফোরাম নেতৃত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজেন্দ্রপুরে প্রার্থনা কুঞ্জে ১২ থেকে ১৪জুন তিনদিনব্যাপী এই সমাবেশে পূর্বধলা উপজেলার ৮জন রাজধলা কেন্দ্রীয় শিশুফোরামের নেতৃবৃন্দ অংশ নেয়।

 ওয়ার্ল্ড ভিশনের বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত এই সমাবেশে  বৃহত্তর ময়মনসিংহের  প্রায় দুইশ’ শিশু নেতৃবৃন্দ যোগ দেয়।

সমাবেশের মূল উদ্দেশ্য ছিল ‘শিশুদের অংশ গ্রহন এবং একটি শিশু বান্ধব পৃথিবী গড়ে তোলা’।

 রাজধলা কেন্দ্রীয় শিশুফোরামের নেতৃবৃন্দ  ‘শিশুশ্রম ও নির্যাতন’শিরোনামে  নাটিকা প্রতিযোগিতায় দক্ষতার সঙ্গে অভিনয় করে।এতে তারা তৃতীয় পুরস্কার অর্জন করে।

এছাড়াও  দেয়ালপত্রিকা, সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় আলোচনা, বক্তৃতা ইত্যাদিতে অংশ নিয়ে সুনাম কুড়ায়।

বার্ষিক শিশু ফোরাম নেতৃত্ব সমাবেশে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব  মামুনুর রশিদ,  সাংবাদিক  শাহনাজ মুন্নি।

কর্মসূচির  উদ্বোধন করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মি. ফ্রেটউইটিভিন।

 রিজিওনাল শিশুফোরামের সভাপতি মিস তনুশ্রী সরকারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন,এ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জে গমজে, অপারেশনস ডিরেক্টর ড. গ্লোরিয়াস গ্রেগরি দাস, রিজিওনাল ডিরেক্টর মি.সাগর মারান্ডি, সিনিয়র ম্যানাজার প্রোগ্রাম-টেকনিক্যাল সাপোর্ট মি.তিমথি উজ্জল কান্তি সরকার, রিজিওনাল স্পন্সরশিপ কো-অর্ডিনেটর উজ্জল বিশ্বাস ,পূর্বধলা এডিপি ম্যানেজার মিসেস লিমাহান্না দারিং,সমাবেশের কনভেনর মি.অরবিন্দু গমেজ প্রমুখ।

 

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: