Bangla News Line Logo
bangla fonts
১৫ ফাল্গুন ১৪২৬, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০, ৮:৪২ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
কলমাকান্দায় পাঁচগাও বাজারে জমিতে ভূয়া কবুলতের অভিযোগ করোনাভাইরাস : ভারতে প্রথম হানা বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় : কাদের পুরনো প্রেমে মজেছেন জাহ্নবী সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

প্রশান্ত, রেমন্ড, বিকাশকে সম্মাননা প্রদান *


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:


প্রশান্ত, রেমন্ড, বিকাশকে সম্মাননা প্রদান *

 নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যকে স্মারক সম্মাননা প্রদান করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার শহরের তেরীবাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সম্মাননা দেয়া হয়।

 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক জানান, প্রশান্ত রায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, রেমন্ড আরেং সংগঠনের কেন্দ্রীয় কমিটির আদিবাসী বিষয়ক সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি এবং সিতাংশু বিকাশ আচার্য্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি। সম্প্রতি এই তিনজন আলাদা তিনটি উচ্চ পদে আসীন হয়েছেন।এ্টা আমাদের জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জন্যে গৌরবের।তাই সংগঠনের পক্ষ থেকে তিনজনকে স্মারক সম্মাননা দেয়া হয়েছে।

এর আগে জেলা শাখার সভাপতি সিতাংশু বিকাশ আচে র‌্যে্যর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিকের পরিচালনায় জেলা কমিটির বর্ধিতসভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোমকেশ ভট্রাচার্য, রণজিত সাহা, আশীষ সরকার উৎপল,তরুণ কমল বিশ্বাস, সুনীল বিশ্বাস।

প্রশান্ত রায় বলেন, সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।সবার সুখে-দু:খে এক সাথে পথ চলতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা দরকার।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

উন্নয়ন -এর সর্বশেষ