নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:7:38:01 PM12/27/2020
নেত্রকোণা থেকে গোপালগঞ্জ নাগাদ দুরপাল্লার বাস সার্ভিস চালু হয়েছে।
রবিবার বিকালে বিআরটিসির বাস যাত্রার মাধ্যমে সড়কে এই বাস সার্ভিস চালু হয়।
এ উপলক্ষে নেত্রকোণা শহরের বিএডিসি ফার্ম এলাকায় বিআরটিসি বাসষ্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
ফুল দিয়ে সাজানো বিআরটিসির একটি বাসে ফিতা কেটে এই সড়কে বাস সার্ভিসের উদ্বোধন করেন, ময়মনসিংহ বিআরটিসি বাসডিপোর ম্যানেজার অপারেশন মো: কামরুজ্জামান। উদ্বোধনের পর সার্ভিসের সফলতা ও যাত্রীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ময়মনসিংহ বিভাগীয় ট্রাফিক প্রধান সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিআরটিসির বুকিং ইনচার্জ মো: আব্দুল কাদেরসহ অন্যরা।
ময়মনসিংহ বিআরটিসির বুকিং ইনচার্জ মো: আব্দুল কাদের জানান, প্রতিদিন বিকাল ৫ টায় বিআরটিসি ষ্ট্যান্ড থেকে একটি বাস গোপালগঞ্জ থেকে একটি বাস ছেড়ে যাবে। অপরদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে বিকাল ৬ টায় নেত্রকোণার উদ্দেশ্যে ছেড়ে আসবে। নেত্রকোণা থেকে গোপালগঞ্জ নাগাদ বাসের ভাড়া ধরা হয়েছে এক হাজার ১০০টাকা।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।