নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:12:31:56 PM11/13/2019
![]() |
নেত্রকোণায় দেশবরেন্য নন্দিত কথা সাহিত্যিক, লেখক ড. হুমায়ুন আহমেদের ৭১ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৩নভেম্বর) সকাল ১১টার দিকে নেত্রকোণা হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ র্যা লী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের মোক্তারপাড়াস্থ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
র্যা লীতে উপস্থিত ছিলেন, লেখক অধ্যাপক যতীন সরকার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, আলপনা বেগমসহ হিমু পাঠক আড্ডার হুমায়ুন ভক্তরা।
পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জন্মদিনের কেক কাটেন অধ্যাপক যতীন সরকার ও হিমু পাঠক আড্ডার সদস্যরা। সন্ধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।