নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:3:34:32 PM05/14/2020
![]() |
নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- উপজেলার মহেষপট্রি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও কালডোয়ার গ্রামের গ্রামের সোনাহর মিয়ার ছেলে হেলাল উদ্দিন(৩৫)। নিহতরা একজন আরেকজনের বন্ধু।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোগলা-পূর্বধলা সড়কের আগিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা হয়।
পূর্বধলা থানার ওসি মো: তাওহীদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, আমিনুল তার মগেষপট্রির গ্রামের বাড়ি থেকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পূর্বধলা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে আগিয়ে মোড়ে পৌছলে সড়কে থাকা ধানগাছের খেড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশের খাদে পড়ে যান। এসময় গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পধে দুইজনই মারা যান।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।