নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:12:39:51 PM12/08/2020
সারাদেশর ন্যায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে ১৩ দিনের মতো নেত্রকোণায় স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের অনিদিষ্ট কালের কর্মবিরতি চলছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন আসা শত শত মা ও শিশুর টিকা দান থেকে বাদ পড়ে যাচ্ছে।
মা ও শিশুরা হাসপাতালে এসে টিকার জন্য ধরনা ধরে দাড়িয়ে থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার সকালে জেলার আটপাড়া উপজেলা ও মদন উপজেলাসহ জেলার ১০ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্তান করে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকেরা।
আটপাড়ায় কর্মবিরতিতে বক্তব্য রাখেন, শংকর কুমার রায়, জহিরুল ইসলাম, তরিকুল ইসলামসহ অন্যরা।
দ্রুত দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে কর্মসূচি চলার সময় বক্তারা বলেন, দাবি মেনে না নিলে কেন্দ্রীয় নির্দেশমত কর্মবিরতি চলবে।
আন্দোলনকারিরা স্বাস্থ্য মহাপরিচালক বরাবরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রদান করেন।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।