Bangla News Line Logo
bangla fonts
৩১ ভাদ্র ১৪২৬, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
প্রশাসন সেই নারীর দায়িত্ব নেয়ার পর চিকিৎসা শুরু পূর্বধলায় আলোর ফেরিওয়ালা বিদুৎসংযোগ:১২৬ বাড়ি আলোকিত নেত্রকোণায় বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ উৎসব নেত্রকোণায় দুর্গাপুজা উদযাপনে সভা গাড়ি উল্টে এসপিসহ আহত ৩, গানম্যান নিহত

নেত্রকোণায় সাড়ে চারশো দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা (ভিডিও)নেত্রকোণায় সাড়ে চারশো দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:

Netrakona pic-1-durgapuja নেত্রকোণায় সাড়ে চারশো দূর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদ শহরের নরসিংহ জিউর আখড়ায় এই সভা করে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার দাসের সভাপতিত্বে দূর্গাপূজা উদযাপনে সংগঠনের বর্ধিত সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা কৃষকলহের আহবায়ক  কেশব রঞ্জন সরকার, অধ্যাপক রঞ্জিত কুমার সাহাসহ অন্যরা।

Netrakona pic-2-durgapuja সভায় বক্তারা জেলা জুড়ে সাড়ে চারশো দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতা চেয়েছেন। সভায় জেলায় থাকা সংগঠনের সবকটি উপজেলা কমিটিসহ পূজা মন্ডপ কমিটির নেতারা অংশ নেন। উল্লেখ্য, শারদীয় দূর্গোৎসবের ব্যাপক আয়োজন চলছে জেলাজুড়ে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: