Bangla News Line Logo
bangla fonts
১৩ ফাল্গুন ১৪২৬, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২:৩২ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
কলমাকান্দায় পাঁচগাও বাজারে জমিতে ভূয়া কবুলতের অভিযোগ করোনাভাইরাস : ভারতে প্রথম হানা বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় : কাদের পুরনো প্রেমে মজেছেন জাহ্নবী সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নেত্রকোণায় শিশু নির্যাতন রোধে মা সমাবেশ


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:3:05:46 PM10/22/2019


নেত্রকোণায় শিশু নির্যাতন রোধে মা সমাবেশ

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন বেড়ে চলার মধ্যে নেত্রকোণার পূর্বধলায়  শিশু নির্যাতন রোধ, স্বাস্থ্য সচেতনতা ও লেখাপড়ায় শিশুদের মনযোগ বাড়াতে মা সমাবেশ হয়েছে।

রবিবার সকালে উপজেলার  লাউঘাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজ সেবক ফেরদৌস আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন পাল , অভিবাবক আখি আক্তারসহ অন্যরা।

সমাবেশে শিশুদের প্রতি পারিবারিক, সামাজিক সহিংসতা পরিহারসহ  শিশুদের প্রতি যত্নশীল হওয়ার নানা দিক উঠে আসে।

সমাবেশে সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কথা উল্লেখ করে অভিবাবক আখি আক্তার বলেন, বর্তমানে শিশুরা যেন কোথাও নিরাপদ নেই। সে বাবার কোল হোক আর মায়ের কোল হোক। এমন এক দু:সময় আমরা পার করছি পরিবারের লোকজনও হিংসার বশে নিজের সন্তানকে খুন করতেও দ্বিধা করছেননা।এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, শিশু কিশোরেরা দিন দিন মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের রক্ষা করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকে লড়াই শুরু করতে হবে। শিশুদের জন্যে নিরাপদ পরিবেশ আমাদেরকেই নিশ্চিত করতে হবে। শিশুদের বিভিন্ন সমস্যার কথা জানতে ও এর  সমাধানে বছরে চারবার সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে মা সমাবেশ করার ঘোষণা দেন মোস্তফা কামাল।

সমাবেশে সমাজসেবক ফেরদৌস আলম বলেন, শিশুদের প্রতি পারিবারিক, সামাজিক সহিংসতার কারণে বর্তমান প্রজন্মের সুকুমারবৃত্তিতে খারাপ প্রভাব পড়ছে। শিশু কিশোরদের সৃষ্টিশীল করে গড়ে নো তুললে আগামীর সমাজ, দেশ উন্নয়নের পথে এগোবে না। এই যুদ্ধে প্রধান ভুমিকা রাখতে হবে মায়েদের। তাদেরকেই এগিয়ে আসতে হবে।

 সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যক্তিগত পক্ষ থেকে  স্কুলের শিশু শিক্ষার্থীদের স্কুলের নামসংবলিত ব্যাজ বিতরণ করেন।সমাবেশে এলাকার অভিবাবক মায়েরা যোগ দেন।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: