Bangla News Line Logo
bangla fonts
৪ ভাদ্র ১৪২৬, সোমবার ১৯ আগস্ট ২০১৯, ২:৫৮ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
জানিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ নেত্রকোণায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেন্দুয়ায় জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু কেন্দুয়ায় বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে শিশুর মৃত্যু নেত্রকোণায় কেরাম খেলা নিয়ে পিটুনিতে যুবক নিহত

নেত্রকোণায় লোক শিল্পী সমাবেশ ও লোক উৎসব বুধবার


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:


নেত্রকোণায় লোক শিল্পী সমাবেশ ও লোক উৎসব বুধবার

নেত্রকোণায় লোকশিল্পী সমাবেশ ও লোক উৎসব অনুষ্ঠিত হবে ২৭ মার্চ বুধবার।

শহরের মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী এই আয়োজন করেছে শিখর উন্নয়ন কর্মসূচী নামের লোক শিল্পীদের সংগঠন।

সংগঠনের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল জানান, বেলা আড়াইটায় লোকশিল্পী সমাবেশ ও লোক উৎসবের উদ্বোধন করবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু (এমপি)। এতে প্রধান অতিথি থাকবেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খলিদ (এমপি)। বিশেষ অতিথি থাকছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফছির উদ্দিন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন জানান, উৎসবে যাত্রা শিল্পী আব্দুর রাশিদ নাগর আলী, বাউল সুনীল চন্দ্র কর্মকার, বাউল সিরাজ উদ্দিন খান পাঠানকে সংবর্ধনা দেয়া হবে।

 লোক শিল্পী সমাবেশে এক হাজার লোকশিল্পী অংশ নেবেন বলে প্রত্যাশার কথা জানিয়ে বাংলানিউজলাইন ডটকমকে জিয়াউর রহমান খোকন বলেন,  প্রথমবারের মত এই আয়োজনে আলোচন সভা, শোভাযাত্রা ও লোক সংগীত পরিবেশনা থাকছে। 

উৎসব ও সমাবেশে লোক শিল্পী, সাংস্কৃতিক অংগনের সকল কর্মীসহ সবাইকে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জিয়াউর রহমান  খোকন   ।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: