নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:1:44:22 PM01/12/2021
নেত্রকোণা সদর উপজেলার মৌজেবালি এলাকায় লরি চাপায় ২জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সদর উপজেলার শিবপ্রদাসপুর গ্রামের ভ্যান চালক সেলিম মিয়া (২৮) ও মৌজেবালি গ্রামের কৃষক এমদাদুল হক (৩০)। আহতরা হলেন, মৌজেবালি গ্রামের মস্তু মিয়া(৩৫), মিন্টু মিয়া ( ২৭) ও সেলিম মিয়া (৫০)।
আহতদের নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোণা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা শহর থেকে একটি বালু বোঝাই লরি লক্ষীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। লরিটি মৌজেবালি পৌছলে রাস্তার পাশে মুরগীবোঝাই একটি ভ্যান দাড়ানো ছিল। রাস্থা থেকে তিন ফুট দুরত্বে একটি চায়ের দোকানে ভ্যান চালক ও স্থানীয় কিছু লোক চা পান করছিলেন। এসময় লরিটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চায়ের দোকানে থাকা ওেলাকজনদের চাপা দিয়ে দোকানটি ভেঙ্গে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া ,এমদাদুল হক নিহত হন এবং বাকি তিনজন আহন।
আহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে জানিয়ে এসআই রফিকুল ইসলাম আরো জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।