গজনবী বিপ্লব, বাংলানিউজলাইন ডটকম:4:15:48 PM07/17/2019
![]() |
নেত্রকোণার বারহাট্রায় মধু সংগ্রহের সময় মৌমাছির কামড়ে এক কৃষক মারা গেছেন।
কৃষক হচ্ছেন, উপজেলার নগাও গ্রামের মাসুদ মিয়া (৪০)।
উপজেলার চন্দ্রপুরে মৌমাছির কামড়ে মৃত্যুর এই ঘটনা হয় বলে জানান, বারহাট্রা থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন ।
ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নগাও গ্রামের মাসুদ মিয়া পাশের গ্রাম চন্দ্রপুরের একটি আমগাছে থাকা মৌচাক থেকে মধু সংগ্রহে গাছে উঠেন। এ সময় অসংখ্য মৌমাছি ঘিরে ধরে তার শরীরে হুল ঢুকিয়ে আহত করে। মাসুদ মিয়া দ্রুত গাছ থেকে নেমে আসার পরই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।