নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:6:47:42 PM12/14/2020
নেত্রকোণায় মোম প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
সোমবার সন্ধ্যায় জেলা উদীচী শহরের সাতপাইয়ে শহীদ স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলার সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আগুণের পরশমণি গান গেয়ে মোম জ্বালিয়ে দাঁড়িয়ে থাকেন সংস্কৃতিকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিপু, সাংবাদিক সঞ্জয় সরকারসহ অন্যরা।
জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলার দুই আসামীকে বিদেশ থেকে এনে মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও স্থাপনের বিরোধীরা একাত্তরের চিহ্নিত পাকিস্তানের দালাল উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এদের কোন ছাড় দিলে বাংলার জনগণ তা মেনে নেবে না।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।