Bangla News Line Logo
bangla fonts
১০ অগ্রাহায়ণ ১৪২৭, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০, ২:৩৬ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ চাই- শ্যামলেন্দু পাল গৃহহীনদের জমি দানের ঘোষণা সাংসদ রেবেকার নেত্রকোণায় ধনু নদীতে অবৈধ পন্থায় মাছ আহরণ, জাল জব্দ নেত্রকোণায় বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বের সভা

নেত্রকোণায় মরণোত্তর বীমার চেক প্রদান ***নেত্রকোণায় মরণোত্তর বীমার চেক প্রদান ***

        

নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:

সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ নেত্রকোণা শাখার গ্রাহক প্রয়াত ভবতোষ মজুমদার লিটনের মরণোত্তর বীমার চেক প্রদান করা হয়েছে ভবতোষ মজুমদার লিটন গত ১৫ জুন অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-এক পুত্র এক কন্যা রেখে যান।

 শনিবার সকাল ১১টায় নেত্রকোনা পৌর শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান প্রয়াত ভবতোষ মজুমদার লিটনের স্ত্রী বনানী মজুমদারের হাতে লক্ষ টাকার চেক তুলে দেন,

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্সের কোম্পানী লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর অজিত চন্দ্র আইচ, সহকারী ম্যানেজিং ডিরেক্টর মৃণাল কান্তি আচার্য্যসহ জেলা শাখার ম্যানেজার ভূপেশ কিরণ তালুকদারসহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ চেক প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কোম্পানীর গ্রাহকগণ সূধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: