Bangla News Line Logo
bangla fonts
১১ কার্তিক ১৪২৭, সোমবার ২৬ অক্টোবর ২০২০, ১০:৪০ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু,স্বাধীনতার প্রশ্নে কোন আপস নয়-ওবায়দুল হাসান নেত্রকোণায় মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত “ কখন যে কি অইয়া যায় বলা যায় না ” কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরীর প্রয়াণ দিবসে আলোচনা সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতের দাবী

নেত্রকোণায় ব্যাংকারসহ ২০ জন করোনায় শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:9:31:10 AM06/01/2020


নেত্রকোণায় ব্যাংকারসহ ২০ জন করোনায় শনাক্ত

নেত্রকোণায় গত ২৪ ঘন্টায় ৮ জন ব্যাংকারসহ মোট ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও শনাক্তদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও জেলা প্রমাসক কার্যালয়ের একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ২৪১জন আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন,সিভিল সার্জন তাজুল ইসলাম।। এ নাগাদ জেলায় ৭৭জন সুস্থ হন এবং ২ জন মারা যান।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে কেন্দুয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের ৫ জন,সাহিতপুর শাখা কৃষি ব্যাংকের ২ জন, সোনালী ব্যাংকের একজনসহ ৮জন, আটপাড়ায় একজন স্বাস্থ্যকর্মীসহ ৪জন ও পূর্বধলায় ৪ জন , সদর উপজেলায় জেলা প্রশাসক কার্যালয়ের একজনসহ দুইজন জন, খালিয়াজুরী ও বারহাট্রায় একজন করে রয়েছেন।

এ নাগাদ ৩ হাজার ৬৫৩টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে আর পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৫১৩টি। 

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: