নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:1:43:23 PM04/18/2020
নেত্রকোণায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়াও খালিয়াজুরী উপজেলায় ইছাপুর গ্রাম ও খালিয়াজুরী গ্রামে সকালে বজ্রপাতে দুই কৃষকের দুইটি গরু মারা যায়।
নিহতরা হচ্ছেন, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে যুবক ইয়াহিয়া (২৫) ও সেলিম মিয়ার ছেলে ১৩ বছরের বালক রায়হান মিয়া। আহতরা হলেন, একই গ্রামের দুর্জয় মিয়া (১২) ও কুলিয়াটি গ্রামের সোহান মিয়া (২৬)।
শনিবার সকালে মদনের হাওরে বোরো ধান কাটার সময় এই হতাহতের ঘটনা হয়।
মদন থানার ওসি রমিজুল হক জানান, গোবিন্দশ্রী গ্রামের সামনের হাওরে সকালে বৃষ্টির মধ্যে বোরো ধান কাটছিলেন গ্রামের কৃষি শ্রমিক , কৃষক ও কৃষক পরিবারের সদস্যরা। এ সময় বজ্রপাতে চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।