মলয় রঞ্জন সরকার, বাংলানিউজলাইন ডটকম:12:55:58 PM02/07/2021
করোনা ভাইরাসের টিকা দেয়ার প্রথম দিনে নেত্রকোণায় এক হাজার সাতজনকে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে প্রথম টিকা দেয়া হয়। পরে সংসদ সদস্য অসীম কুমার উকিল, গণমাধ্যমকর্মীদের পক্ষে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরীকে দেয়া হয় করোনাভাইরাসের টিকা। এ সময় জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান, সিভিল সার্জন মো: সেলিম মিয়া, পুলিশ সুপার আকবর আলী মুনসী,জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকুকেও দেয়া হয় করোনাভাইরাসের টিকা।
সিভিল সার্জন মো: সেলিম মিয়া জানান, জেলার ১০ উপজেলায় প্রথম দফায় ৩২ হাজার জনকে টিকা দিতে ২২টি বুথে ১৩২জন কর্মী ছাড়াও ১০টি মেডিকেল টিম কাজ করছে। আজ রবিবার জেলাজুড়ে মোট এক হাজার সাতজনকে করোনার টিকা দেয়ার কাজ চলছে। প্রথম দফায় নেত্রকোণায় ৭ হাজার ২০০ টি টিকা এসেছে। পরে বাকি টিকাগুলো এসে পৌছবে বলে জানান সিভিল সার্জন।
টিকা প্রদানের আগে জেলা ইপিআই ভবনে টিকা কর্মসূচির উদ্বোধন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে টিকা নেয়ার পর সাংবাদিক লাভলু পাল চৌধুরী বলেন, টিকা গ্রহণের পর প্রায় সোয়া ঘন্টা কেটে গেছে। এখন নাগাদ কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। টিকা গ্রহণও খুব সহজ। টিকা গ্রহণের সময় ব্যাথাও অনুভব হয়না। শরীর একেবারেই আগের মতই আছে।
কোনভাবে বিভ্রান্ত না হয়ে করোনার টিকা সবাইকে গ্রহণের আহবান জানান, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু।
জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান বলেন, করোনা টিকা গ্রহণ করার পর সুস্থ আছি। তিনি নির্ভয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে আহবান জানান।
টিকা নেয়ার পর সংসদ সদস্য অসীম কুমার উকিল সবাইকে টিকা নেয়ার আাহবান জানান ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শতাব্দীর সেরা দুর্যোগ করোনা ভাইরাস অন্য উন্নত অনেক দেশের চেয়ে ভালভাবে মোকাবেলা করেছে সরকার। এখন টিকাতেও সফল হবে সরকার।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।