Bangla News Line Logo
bangla fonts
১১ কার্তিক ১৪২৭, সোমবার ২৬ অক্টোবর ২০২০, ১০:২৯ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু,স্বাধীনতার প্রশ্নে কোন আপস নয়-ওবায়দুল হাসান নেত্রকোণায় মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত “ কখন যে কি অইয়া যায় বলা যায় না ” কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরীর প্রয়াণ দিবসে আলোচনা সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতের দাবী

নেত্রকোণায় ধর্ষণের প্রতিবাদে গণসংগীত, মানববন্ধন


সুজন চৌধুরী, বাংলানিউজলাইন ডটকম:1:34:17 PM10/09/2020


নেত্রকোণায় ধর্ষণের প্রতিবাদে গণসংগীত, মানববন্ধন

নেত্রকোণায় দেশের বিভিন্নস্থানে ধর্ষণ ঘটনার  প্রতিবাদে গণসংগীত পরিবেশন, বিক্ষোভ সমাবেশ ও  মানববন্ধন হয়েছে।

শুক্রবার পৃথক দুইটি  সংগঠন জেলা উদীচী  ও জেলা হিন্দু যুব পরিষদ ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

সকালে শহরের শহীদ মিনারের সামনের সড়কে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী গণসংগীত পরিবেশনসহ বিক্ষোভ সমাবেশ  করে। এই কর্মসূচিতে জেলা উদীচীর মোজাম্মেল হক বাচ্চু, মোস্তাফিজুর রহমান, কোহিনুর বেগম, প্রীতম বিশ্বাস রাতুলসহ অন্যরা অংশ নেন।

অপরদিকে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা হিন্দু যুব পরিষদ। এতে বক্তব্য রাখেন, স্বাগত সরকার শুভ, বাপঈ সরকার,প্রান্ত সরকার, আরাধন দত্ত,সাগর সরকার জয়সহ অন্যরা।

উভয় কর্মসূচিতে দেশের বিভিন্নস্থানে  চলা ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানান বক্তারা। তারা ধর্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিতসহ দ্রুত বিচার কাজ সম্পন্নের দাবি জানান।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: