Bangla News Line Logo
bangla fonts
১৯ আষাঢ় ১৪২৭, শুক্রবার ০৩ জুলাই ২০২০, ১০:০১ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
করোনা: নেত্রকোণায় উপজেলা ভুমি অফিস সহকারির মৃত্যু কেন্দুয়ায় প্রতিপক্ষের পিটুনিতে নারীর মৃত্যুর অভিযোগ নেত্রকোণায় বন্যার পানিতে দুই উপজেলার শতাধিক গ্রাম প্লবিত কবি পলাশ ভার্চুয়াল ভালবাসায় সিক্ত নেত্রকোণায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬৬ জন

নেত্রকোণায় ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:2:42:04 PM07/31/2019


নেত্রকোণায় ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে

দেশজুড়ে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার মধ্যে  নেত্রকোণাতে ক্রমান্বয়ে বেড়ে চলেছে ডেঙ্গু রোগির সংখ্যা। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একজন ডেঙ্গু আক্রান্ত রোগি থাকলেও বুধবার দুপুর ১২টা নাগাদ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু জীবাণুতে আক্রান্ত ৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন তাজুল ইসলাম।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার আর বাকিরা সবাই জেলা শহরের। আক্রান্তরা ঢাকা থেকে জীবাণু বহন করে এসে অসুস্থ্য হয়েছেন।

সিভিল সার্জন আরো জানান,  বেশ কয়েকজন হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করতে এসে ব্যবস্থা না থাকায় ফিরে গেছেন। তবে তারা কি ডেঙ্গুতে আক্রান্ত নাও হতে পারে।

 

 জেলার ১০টি সরকারি হাসপাতালের কোনটিতেই ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা না থাকা নিয়ে  জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, দুই একদিনের মধ্যে রিএজেন্ট  এসে পৌছবে। এ জন্যে সিনভিল সার্জন ও আমি চেষ্টা করছি। দ্রুত হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করণসহ চিকিৎসার সব ব্যবস্থা করার উদ্যোগ নেয়া  হয়েছে। এরই মধ্যে ডেঙ্গু রোগিদের জন্যে দুইটি বেড রাখার পাশাপাশি হাসপাতালে  ডেঙ্গু কর্ণার স্থাপন করা হচ্ছে।

তিনি আরো জানান, বেসরকারি ক্লিনিকগুলোকে বলা হয়েছে, তারা কম খরচে  ডেঙ্গু রোগির পরীক্ষার ব্যবস্থা করছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ