নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:2:31:27 PM01/16/2021
![]() |
নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে বাবাকে অাটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে শহরের কান্দুলিয়া এলাকায় এই ঘটনা হয়।
আটক বাবা হচ্ছেন, নেত্রকোণা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের এরশাদুল ইসলাম (৩০)।
নিহত ছেলে হচ্ছে, আরাফাত (৮)।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, কান্দুলিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে আফরোজা আক্তারের সাথে স্বামী এরশাদুলের এক মাস আগে ডিভোর্স হয়। আফরোজা শহরের চকপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকলেও ছেলে আরাফাত থাকত কান্দুলিয়ায় নানীর সাথে। আজ সকাল ১০ টার দিকে এরশাদুল কান্দুলিয়ায় ছেলেকে দেখতে আসেন। এ সময তিনি ছেলেকে নিয়ে বাড়ির একটি কক্ষে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেন এবং ছেলে আরাফাতকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার সময় কক্ষটির বাইরে থেকে আরাফাতকে হত্যার বিষয়টি আঁচ করতে পেরে নানী চিৎকার দিতে থাকেন। স্থানীয়রা এসে জড়ো হয়ে কক্ষের দরজা খোলার চেষ্টা করে ব্যার্থ হন। পরে পুলিশে খবর দিলে ১২ টার দিকে পুলিশ এসে ঘরের দরজা খুলে আরাফাতের মরদেহ উদ্ধার করে ও এরশাদুল ইসলামকে আটক করে।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।