Bangla News Line Logo
bangla fonts
৬ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৮:৩৫ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
নেত্রকোণায় গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নানা কর্মসূচি নেত্রকোণায় এইডিস মশার লার্ভা , বাড়ির মালিককে জরিমানা নেত্রকোণায় এডিস মশার খোঁজে লার্ভা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ জানিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ নেত্রকোণায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণায় গুজব,অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতায় পদযাত্রা


নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:1:29:00 PM07/27/2019


নেত্রকোণায় গুজব,অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতায় পদযাত্রা

নেত্রকোণায় গুজব, অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মানববন্ধন, পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার  পৃথক জেলা উদীচীর পদযাত্রা ও জন উদ্যোগের মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জন উদ্যোগের মানববন্ধন হয় শহরের পৌরভবনের সামনের রাস্থায়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল ।
সমাবেশে বক্তারা বলেন, গুজব রটিয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা সভ্য সমাজে মানা যায় না। ছেলে ধরা বলতে কোন ঘটনা নেই। কোন অবস্থাতেই কেউ যেন আইন হাতে তুলে না নেয় আহবান জানান বক্তারা।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সঞ্জয় সরকার, তমা রায়সহ অন্যরা।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: