Bangla News Line Logo
bangla fonts
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২০, ৬:৪৫ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা শাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে ধরা হয়েছে: র‍্যাব

নেত্রকোণায় মগড়া নদীর দখলদার উচ্ছেদের দ্বিতীয় দিন


গজনবী বিপ্লব, বাংলানিউজলাইন ডটকম:5:57:04 PM12/24/2019


নেত্রকোণায়  মগড়া নদীর দখলদার উচ্ছেদের দ্বিতীয় দিন

 নেত্রকোণায় দ্বিতীয় দিনের মত মগড়া নদীর দখলদার উচ্ছেদ অভিযান চলছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।
সকাল ৯ টার দিকে শহরের তেরীবাজার মোড়. ষ্টেশন মোড় ও দক্ষিণ সাতপাই এলাকায়  উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এসময় অনেককেই দেখা যায় নিজেরাই তাদের দখলে থাকা নদীর তীরের স্তাপনা সড়িয়ে নিচ্ছেন। এখনও নাগাদ দখল উচ্ছেদ অভিযান কোন বাঁধার মুখে পড়েনি। এলাকাবাসি মাঝপথে যেন উচ্ছেদ অভিযান থেমে না যায়  এমন সংশয় জানিয়ে বলেছেন, যে কোন মুল্যে উচ্ছেদ অভিযান সম্পন্ন করার দাবি করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তালিকায় ৩১৬ জন দখলদারের নাম রয়েছে। এর মাঝে অভিযানের প্রথম দিন ৪১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ স্থাপনার জমি পুনরায় দখল ফেরাতে সেখানে কাটাতারের বেড়াসহ গাছ লাগানো হবে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: