Bangla News Line Logo
bangla fonts
৭ কার্তিক ১৪২৬, মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯, ২:৩৩ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
কানাডায় আবারও ক্ষমতার মসনদে ট্রুডো ‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ কার্যক্রমের উদ্বোধন জয়ের সড়ক দুর্ঘটনার ব্যাপারে নিজেদেরও সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নেত্রকোণায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা


গোলাম মোস্তফা, বাংলানিউজলাইন ডটকম:8:31:15 PM06/11/2019


নেত্রকোণায়  অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা


নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই নিহতের ঘটনাটি ঘটেছে।

 নিহত শিক্ষক হচ্ছেন, ভবানীপুর গ্রামের  এ কে এম কুতুব উদ্দিন নামে (৫৫)। তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, শিক্ষক কুতুব উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে তার ভাই সামছুল ইসলামের ছেলে আজিজুল হক ও মোজাম্মেল হকের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কুতুব উদ্দিনের ওপর চড়াও হয় ভাতিজা মোজাম্মেল হক ও আজিজুল হক। এ সময় তারা কুতুব উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে  বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: