Bangla News Line Logo
bangla fonts
২৪ শ্রাবণ ১৪২৭, শনিবার ০৮ আগস্ট ২০২০, ৬:০৪ অপরাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
মদনে নৌকাডুবিতে সাত দিনের মধ্যোই রিপোর্ট দেয়া হবে- তদন্ত কমিটি কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত কেন্দুয়ায় নানা বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে কবিরাজের মৃত্যু যেভাবে পালাচ্ছিলেন সাহেদ;তার বিরুদ্ধে যত মামলা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা


গোলাম মোস্তফা, বাংলানিউজলাইন ডটকম:4:38:14 PM11/28/2019


ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নেত্রকোণার পূর্বধলাউপজেলায় ট্রেনের নিচে পড়ে রিনা আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

তিনি  উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। রিনা পূর্বধলা সরকারি কলেজে এইচএসসি (ব্যবসায়ব্যবস্থাপনা) প্রথম বর্ষেরছাত্রী।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রেলপথের পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পূর্বধলা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন স্থানীয়দের  বরাত দিয়ে জানান, জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭১ নংআপ ট্রেনটি সকাল ৯টা ১৫মিনিটে পূর্বধলা স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকায় পৌঁছলে লাইনের পাশে পূর্ব থেকে দাড়িয়ে থাকা ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার দেহ কেটে সাতটুকরা হয়ে যায়।

তিনি আরও জানান, বিষয়টি ময়মনসিংহ রেলওয়ে থানায় জানানো হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারীপ্রকৌশলী এটিএমনাজমুলহকমৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়মনসিংহ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: