নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:8:09:23 PM01/16/2021
![]() |
দ্বিতীয় ধাপের নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল হক ভুইয়া মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানেও এই পৌরসভার মেয়র। এখানে আওয়ামী লীগের আসাদুল হক ভুইয়ার সাথে বিএনপি প্রার্থী শফিকুল ইসলামের সরাসরি প্রতিদ্বন্ধিতা হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢালি জানান, বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক ভুইয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নৌকার প্রার্থী আসাদুল হক ভুইয়া পেয়েছেন ৯ হাজার ১৭৬ ভোট আর তার একমাত্র প্রতিদ্বন্ধি বিএনপির শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৫৬ ভোট। কেন্দুয়ায মোট ৭০ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে মোট ১১ হাজার ৪৫১ টি কাষ্টিং ভোটের মধ্যে ১৯ টি ভোট বাতিল হওয়ায় ১১ হাজার ৪৩২ টি ভোট বৈধ হয়।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।