Bangla News Line Logo
bangla fonts
৬ মাঘ ১৪২৬, সোমবার ২০ জানুয়ারি ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
ইস্কনের সাত ভক্ত আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ক্রীড়ায় মুজিববর্ষের যত আয়োজন সাঈদ খোকনের হাতে চিঠি তুলে দিলেন ওবায়দুল কাদের বিচারের জন্য প্রস্তুত আবরার হত্যা মামলা নেত্রকোণায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেন্দুয়ায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


মজিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক, বাংলানিউজলাইন ডটকম:10:10:42 PM12/08/2018


কেন্দুয়ায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন এ এন্ড এ ফাউন্ডেশনের উদ্যোগে  শনিবার দুপুরে স্থানীয় মজলিশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ এন্ড এ ফাউন্ডেশনের’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম আকন্দ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

 পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজুর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হাসান, ময়মনসিংহস্থ কেন্দুয়া সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গোলাপ, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ভূইয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম, ময়মনসিংহস্থ কেন্দুয়া সমিতির সিনিয়র সহসভাপতি আয়েশ উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা রেজাউল করিম পান্না, উপজেলা যুব মহিলা লালীগের সভাপতি কল্যাণী হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ও এ এন্ড এ ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল রেজা সবুজ।

 সভাপতির বক্তব্যে এ এন্ড এ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম আকন্দ লিটন ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন,  শীতবস্ত্র বিতরণ পাইকুড়া ইউনিয়নে সীমাবদ্ধ থাকবে না। এই শীতেই উপজেলার সব কয়টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে। ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে কেন্দুয়ার মাধ্যমে এসব শীতবস্ত্র করা হবে। এছাড়া চক্ষু শিবির আয়োজন করাসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

উন্নয়ন -এর সর্বশেষ