প্রাণঘাতী করোনাভাইরাসে এবার মৃত্যু হয়েছে সোমালিয়ার সাবেক এক তারকা ফুটবলারের। তার নাম আব্দুল কাদির মোহাম্মদ ফারাহ। ২৪ মার্চ ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
গত সপ্তাহে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে উত্তর-পশ্চিম লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির আইসিইউতে ১০ দিন করোনার সাথে লড়াইয়ে হেরে না ফেরার দেশে চলে যান এই ৫৯ বছর বয়সী ফুটবলার।
৭০ ও ৮০-এর দশকে ফারাহ সোমালিয়া জাতীয় দলের নামি তারকার খ্যাতি পান। পরবর্তিতে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রসঙ্গত, করোনার ছোবলে মাত্র ২১ বছর বয়সে ওপারে চলে যান স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। এ ছাড়া মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট ।