Bangla News Line Logo
bangla fonts
৩১ ভাদ্র ১৪২৬, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫ পূর্বাহ্ণ
facebook twitter google plus rss
সর্বশেষ
প্রশাসন সেই নারীর দায়িত্ব নেয়ার পর চিকিৎসা শুরু পূর্বধলায় আলোর ফেরিওয়ালা বিদুৎসংযোগ:১২৬ বাড়ি আলোকিত নেত্রকোণায় বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ উৎসব নেত্রকোণায় দুর্গাপুজা উদযাপনে সভা গাড়ি উল্টে এসপিসহ আহত ৩, গানম্যান নিহত

কবি আবুল কাইয়ুম আহম্মদের এক ‍গুচ্ছ কবিতা


আবুল কাইয়ুম আহম্মদ


কবি আবুল কাইয়ুম আহম্মদের এক  ‍গুচ্ছ কবিতা

নক্ষত্র রাশি ----------------

তুমি পুস্পারতি

পুরুষের শিখরে

দ্বীপ্তশিখায় জ্বলে ওঠো

জোছনা চাঁদের বদন মেঠো।

তুমি ঘরনী

তুমি তরনী।

কল্পনার আলপনা বুক

অজানা নন্দিত সুরলোক।

অর্ধাঙ্গের সঙ্গিনী

প্রেরণার বন্দিনী।

আবেগে দ্যুতিময় চঞ্চল

স্বর্গের বিকশিত ফুলদল।

ঘর-সংসারে পরবাসী

হাজার জনমের নক্ষত্র রাশি।

শ্রেণিসংগ্রাম ------------------

হাওরের উর্বর সুরেরমূর্ছনায়

মেয়েটি অবাক হয়

ভরা বর্ষায় হাওরের উপরে বেড়ে ওঠা

স্রোতের ছলাচ্ছল জলে

জলকেলির উম্মাদনায়

ইতিউতি চোখে

 ভিজে শাড়ীর ভাঁজে

 সৌষ্ঠব দেহের লোভে---

 দলিত নাগরেরা হাতেহাতে

যখন লাল গামছা উড়াবে

তখন বাউলাদের কণ্ঠে

যে সুর বেজে উঠবে

সে সুরে

তখন জোয়ারে ভেসে যাবে

পুরান দেয়াল

 

উজান প্রেমের দীর্ঘশ্বাস --------------

হাওরের ভেতর হাওর

এত গভীরতা তোমার!

বলো তো উজান আর ভাটির পার্থক্য?

যদি বলতে পারো

তবে তুমিই আমার উজান।

 আমার উজান তোমার প্রেমের তরীতে বাঁধা

উজান উজান খেলা কী

হ্নদয়ের বৃন্তছেঁড়া চোখের প্রহর?

নাকি কাঁচের কাউন্টারে বসে ব্যাংকের ক্যাশিয়ার

যখন হিসেব মিলাতে পারেনা।

তারপর উপেক্ষিত ব্যবধানে

কোনভাবে বেঁচে থাকার প্রয়াস মাত্র।

কিংবা কুমারী মেয়ের

সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো

হে উজান

তুমি যদি এসব অয়নান্ত

 ,জীবন ছকের রেওয়ামিলের হিসেব

বুঝে নিতে পারো

তবে ডুবে যাব

তোমার স্রোতের লাস্যছলতায়।

বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: