বাবুল সাহা, কলকাতা থেকে:, বাংলানিউজলাইন ডটকম:4:57:40 PM11/19/2019
![]() |
কলকাতায় অধীর কুমার বসু স্মরণে স্মারক বক্তৃতা হয়েছে। এ ছাড়াও অধীর কুমার বসুআঅ(শিবু বসু) এর ত্রয়োদশ মৃত্যু দিবস স্মরণে করা হয় নানা আয়োজন।সম্প্রতি কলকাতার বিরাটি, কলাবাগানে উত্তর দমদম সাধারণ পাঠাগারেরসহযোগিতায় অধীর বসু স্মৃতি কল্যাণ সমিতি পাঠাগার হলরুমে এ আয়োজন করা হয়।
আলোচনা সভা,প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ, সমাজ বন্ধুদের সম্মাননা জ্ঞাপন, কবিতা আবৃত্তি, ও শ্রুতি নাটক আমরাই আমরা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় চৌধুরী। আলোচনার বিষয় ছিল ,‘‘পরিবেশ দূষনের শিকার শিশু ও বরিষ্ট নাগরিক’’ প্রতিকারের উপায়। মূল আলোচক ছিলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রবর্তিত বিজ্ঞান-সাহিত্য পুরস্কৃত বিজ্ঞান লেখক সুরেশ কুন্ড।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে পাঠাগারের সঙ্গীত বিভাগের ছাত্রী ঈষা সাহা।
স্মৃতিচারণ করেন পিনাকপানি দত্ত। সভার প্রথম পর্বে সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ বসু, দ্বিতীয় পর্বে সাগর বিশ্বাস। এই অনুষ্ঠান উপলক্ষে ৫ জন সমাজ বন্ধুকে সম্মাননা জানানো হয়।
বাংলানিউজ লাইন.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।